National

কর্তব্যরত অবস্থায় সহকর্মীদের গুলি করে আত্মঘাতী জওয়ান

৫ সহকর্মীকে গুলি করে হত্যা করল এক ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জওয়ান। ছত্তিসগড়ের নারায়ণপুরে নকশাল অধ্যুষিত এলাকায় কর্মরত ছিলেন তাঁরা। যথেষ্ট স্পর্শকাতর এলাকা। যে কোনও সময়ে নকশালদের আক্রমণের মুখে পড়তে হতে পারে তাঁদের। এই পরিস্থিতিতে কর্তব্যরত অবস্থায় আচমকাই রাগের বশে নিজের হাতে থাকা বন্দুক দিয়ে তার আশপাশে কর্তব্যরত সহকর্মীদের গুলি করতে শুরু করে মাসুদুল রহমান নামে ওই আইটিবিপি কনস্টেবল।

বুধবার ভোরে ঘটনাটি ঘটে। এই সময়ে জওয়ানরা সকলেই ক্যাম্পে ছিলেন। সেখানেই তার অন্য সহকর্মীদের সঙ্গে ঝগড়া শুরু হয় মাসুদুল রহমানের। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার পর আচমকাই সে তার বন্দুক তুলে গুলি চালাতে শুরু করে। সকলকে গুলি করে তারপর নিজেকে গুলি করে সে। ঘটনাস্থলেই তার ৫ সহকর্মীর মৃত্যু হয়। মৃত্যু হয় মাসুদুলেরও। ২ জওয়ান গুলিতে আহত হয়েছেন। তাঁদের রায়পুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিজেদের মধ্যে ঝগড়া থেকেই এই পরিণতি এ বিষয়ে নিশ্চিত হলেও পুলিশের কাছে এটা পরিস্কার নয় যে ঠিক কী নিয়ে তাদের ঝগড়া বাঁধে। পুলিশ জানিয়েছে জওয়ানদের কাছে ছিল একে-৪৭ রাইফেল। সেই রাইফেল দিয়েই গুলি চালায় মাসুদুল।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কারণ এখনও পরিস্কার নয়। তবে জওয়ানদের ক্ষোভের কোনও কারণ ছিলনা। তাঁরা সময়মত ছুটিছাটা পান। অন্য সুযোগ সুবিধা যা তাঁদের প্রাপ্য সবই সময়ে পেয়ে থাকেন। তারপরেও কেন এমন ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button