অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ৫টি জঙ্গি ঘাঁটি নিকেশ করল ভারতীয় সেনা। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি নিকেশই ছিল তাঁদের একমাত্র উদ্দেশ্য বলেও জানিয়েছেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং। তিনি বলেন, জম্মু কাশ্মীর সহ ভারতের বিভিন্ন শহরে হামলা চালাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের ঢোকার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেই খবর পাওয়ার পরই নিয়ন্ত্রণরেখা পার করে হামলার প্রস্তুতি নেয় ভারত। বিষয়টি জানান হয় রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এরপর বুধবার রাত ১২টা ৩০-এ শুরু হয় অপারেশন।
নিয়ন্ত্রণরেখা পার করে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এগোয় ভারতীয় পদাতিক সেনা। আকাশে ছিল সেনা হেলিকপ্টার। প্রায় ২ কিলোমিটার ভিতরে ঢুকে ৫টি জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালিয়ে বহু জঙ্গিকে নিকেশ করে সেনা। ভোর সাড়ে ৪টে পর্যন্ত অপারেশন চালিয়ে ফের দেশের মাটিতে ফিরে আসে ভারতীয় সেনা। এই সার্জিক্যাল স্ট্রাইকের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
দীর্ঘদিন ধরেই জঙ্গিদের নিশ্চিন্ত আশ্রয় হয়ে উঠেছে পাকিস্তান। সরকারি মদতে সেখানে জঙ্গিরা নিরাপদে বেড়ে উঠছে বলে বার বার অভিযোগ করেছে ভারত। পাকিস্তানে বেড়ে ওঠা জঙ্গিদের একটা বড় অংশই ভারতে অনুপ্রবেশ করে হামলা চালিয়ে যাচ্ছিল। যার পোক্ত প্রমাণও পাকিস্তানের হাতে বার বার তুলে দিয়েছে ভারত। কিন্তু কোনও কিছুতেই কিছু ফল হয়নি। অবশেষে উরি হামলার পর গোটা দেশ জুড়েই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি মাথা চাড়া দেয়। ফলে চাপে ছিল মোদী সরকারও। অবশেষে সেই চরম পদক্ষেপের রাস্তায় হাঁটল কেন্দ্র।
ভারতের এই সাহসী পদক্ষেপের জন্য সাধুবাদ এসেছে বিভিন্ন মহল থেকে। সোশ্যাল সাইটগুলিতেও অভিনন্দনের বন্যা বয়েছে। অনেকের দাবি, ভারত অনেক দেরি করে শুরু করল। অনেক আগেই এই পদক্ষেপ করা যেত। এদিকে ডিজিএমও রণবীর সিং এদিন আরও পরিস্কার করে জানিয়েছেন, এই শুরু। এরপর থেকে নিয়ন্ত্রণরেখায় কোনও জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করবেন না তাঁরা।