মিগ বিমান ধ্বংস হওয়া ভারতীয় সেনার কাছে নতুন নয়। ফের একটি মিগ-২৯কে যুদ্ধবিমান ভেঙে পড়ল রবিবার। রবিবার সকালে বিমানটিতে চলছিল অনুশীলন। এই বিমানগুলি যুদ্ধ বিমান চালনা প্রশিক্ষণে কাজে লাগানো হয়ে থাকে। সেভাবেই অনুশীলন চলছিল। হঠাৎই বিমানটি ভেঙে পড়ে। ভারতীয় নৌসেনার তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়। তবে পাইলট সুস্থ আছেন বলেই জানানো হয়েছে।
নৌসেনার তরফে জানানো হয় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার পর পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাঁকে উদ্ধার করা হয়। তিনি ভাল আছেন। তবে বিমানটি ধ্বংস হয়ে গেছে। তবে তা ভেঙে পড়ায় আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেন এমন ঘটনা ঘটল তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে গোয়ায়।
গোয়ায় গত ১৬ নভেম্বরও একটি মিগ-২৯কে বিমান ভেঙে পড়েছিল। বিমানটি আকাশে ওড়ার পরই তার সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। তারপরই বিমানটি ভেঙে পড়ে। বিমানের ২টি ইঞ্জিনই বিকল হয়ে যায়। ২ জন পাইলট ছিলেন বিমান। ২ জনই বেরিয়ে আসতে সক্ষম হন। গোয়া বিধানসভায় হালেই বাজেট পেশ হয়েছে। সেখানে একটি চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে। জানানো হয়েছে, গোয়া বিমানবন্দর থেকে ওড়ার পর প্রতি ১০ দিনে ১টি বিমান দুর্ঘটনার কবলে পড়ার পরিস্থিতি তৈরি হয়। কখনও রানওয়েতে সামনে এসে পড়ে কুকুর। কখনও ওড়ার পরই পাখির সঙ্গে ধাক্কা লাগে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা