গত শনিবার রাতেই খবর ছিল পুলিশের কাছে। সেইমত রাতেই জম্মু কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানদের নিয়ে তৈরি সুরক্ষাবাহিনী এই গ্রাম ঘিরে ফেলে। রাতে ঘিরে ফেলার পর খুব আস্তে আস্তে চারধার থেকে ঘিরে যে বাড়িতে সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল সেই বাড়ির কাছে পৌঁছয় সুরক্ষাবাহিনী। এরমধ্যে রাত থেকে সকাল হয়ে যায়। বেলা তখন ১০টা ৪০ মিনিট। তারা প্রায় ঘেরা হয়ে গেছে বুঝে আর উপায়ান্তর না থাকায় গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসবাদীরা।
যে বাড়িতে তারা লুকিয়ে ছিল সেই বাড়ি থেকে গুলি বর্ষণ শুরু করে তারা। লক্ষ্য ছিল সুরক্ষাবাহিনী। গুলি চলতে শুরু হলে পাল্টা গুলি চালাতে শুরু করে সুরক্ষাবাহিনী। ২ পক্ষে গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। পরে গুলি যুদ্ধ থামলে ওই বাড়িতে ঢুকে পড়ে সুরক্ষাবাহিনী। উদ্ধার হয় ৪ সন্ত্রাসবাদীর দেহ।
সন্ত্রাসবাদীরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও পরিস্কার নয়। তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তাদের কাছে থাকা প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায়। ব্যস্ত রবিবারের সকালে এমন গুলির লড়াইতে গোটা এলাকা সন্ত্রস্ত হয়ে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা