করোনায় সারা বিশ্ব বিনিদ্র রজনী কাটাচ্ছে। চিন্তা বাড়ছে বই তো কমছে না। আর সেই ঘোলা জলেই মাছ ধরতে নেমে পড়েছে জঙ্গিরা। মানবসভ্যতার সংকটের মুহুর্তেও জঙ্গিরা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যেমনটা হল বৃহস্পতিবার পুলওয়ামায়। কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ চেক পোস্টে এদিন অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। গুলি চালায় তারা।
বৃহস্পতিবার বিকেলে পুলওয়ামার বেলো গ্রামে সিআরপিএফ-এর নাকা পার্টি কর্মরত ছিল। সেই সময় আচমকাই তাদের ওপর হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা গুলি চালায় সিআরপিএফ। সিআরপিএফ গুলিবর্ষণ শুরু করলে সেই প্রতিরোধের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি জঙ্গিরা। সিআরপিএফ-এর গুলিবর্ষণের মুখে পড়ে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা।
জঙ্গিরা পালাতে সক্ষম হলেও সিআরপিএফ জওয়ানরা এরপর এলাকা জুড়ে তল্লাশি শুরু করে দেন। পুরো গ্রাম ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। তারপর শুরু হয় কোণায় কোণায় তল্লাশি অভিযান। সন্ধের পরও এই তল্লাশি জারি ছিল। কোথায় জঙ্গিরা পালাল তা জানার চেষ্টা চালাচ্ছে সুরক্ষাবাহিনী। গ্রামে জিজ্ঞাসাবাদও করে তারা। জঙ্গিরা কোথায় পালাতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা