জঙ্গিদের আচমকা হামলায় নিহত ৩ সিআরপিএফ জওয়ান
জঙ্গিদের গুলিতে ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনার পরই ওই এলাকা ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় খানাতল্লাশি।
দেশজুড়ে করোনা উদ্বেগ। বাদ নয় জম্মু কাশ্মীরও। সেখানেও করোনা সংক্রমিতের খোঁজ মিলছে। এই পরিস্থিতিতেও হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা।
গত শনিবার জঙ্গিরা একটি সিআরপিএফ দলের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলা হয় শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে সোপোর-এর এহাদ সাহাব বাইপাসের ওপর। সিআরপিএফ দলটি ওখান দিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়। ঘটনায় ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়।
জঙ্গিদের গুলিতে ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনার পরই ওই এলাকা ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় খানাতল্লাশি। কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে তা খুঁজে বার করতে জোরদার তল্লাশিতে নামে সুরক্ষাবাহিনী।
গোটা এলাকা ঘিরে ফেলা হয়। আরও জওয়ান সেখানে মোতায়েন করা হয়। কোথাও জঙ্গিরা লুকিয়ে থাকলে তা খুঁজে বার করতে সবরকম চেষ্টা শুরু করে সুরক্ষাবাহিনী।
উপত্যকায় জঙ্গি দমনে গত কয়েকদিনে যথেষ্ট সফল সুরক্ষাবাহিনী। গত শুক্রবারই সোপিয়ান ও কিস্তওয়ার এলাকায় ২টি পৃথক ঘটনায় ৪ জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় যৌথবাহিনী। তারপরই শনিবার সোপোরে সিআরপিএফ দলের ওপর হামলার ঘটনা ঘটল।
যারা এই ঘটনা ঘটিয়েছে সেইসব জঙ্গিদের খুঁজে বার করতে চেষ্টার ত্রুটি রাখছে না সুরক্ষাবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা