ভারতীয় সেনায় এবার লাল, হলুদ, সবুজ ভাগাভাগি
করোনা উদ্বেগ সর্বত্রই রয়েছে। ভারতীয় সেনা তার বাইরে নয়। সেনাবাহিনীকে তাদের কাজ চালিয়ে যেতেই হয়।
ছুটি কাটিয়ে সেনাকর্মীরা যাঁরা কাজে ফিরছেন বা যাঁরা সেনায় অস্থায়ী হিসাবে কর্মরত বা কোর্স করছেন এবং কাজে ফিরছেন, তাঁদের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করল ভারতীয় সেনা।
করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের বিষয়টি মাথায় রেখে এঁদের ৩ ভাগে ভাগ করা হয়েছে। ৩টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। লাল, হলুদ ও সবুজ। সেনা সূত্রে একথা জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। কী এই লাল, হলুদ বা সবুজ ক্যাটাগরি?
যাঁরা ছুটি কাটিয়ে কাজে যোগ দিচ্ছেন এবং কাজে যোগ দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পূর্ণ করেছেন তাঁদের সবুজ ক্যাটাগরিতে ফেলা হয়েছে।
যাঁরা কাজে যোগ দিচ্ছেন কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পূর্ণ করেননি তাঁরা পড়ছেন হলুদ জোনে। তাঁরা যেখানে রিপোর্টিং করছেন সেই স্টেশনেই তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পূর্ণ করতে হবে।
আর যাঁরা কাজে যোগ দিচ্ছেন কিন্তু করোনা উপসর্গ রয়েছে তাঁদের লাল ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তাঁদের আইসোলেশনে গিয়ে চিকিৎসা করাতে হবে।
করোনা উদ্বেগ সর্বত্রই রয়েছে। ভারতীয় সেনা তার বাইরে নয়। সেনাবাহিনীকে তাদের কাজ চালিয়ে যেতেই হয়। কিন্তু সেক্ষেত্রে যাতে করোনা কারও থেকে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সব রকম সতর্কতা নেওয়ার চেষ্টা করছে ভারতীয় সেনা। সেজন্যই ৩টি ভাগ। তারপর কাজে যোগদান। কাজে যোগদানের আগে কোনও ব্যক্তিকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে চাইছে ভারতীয় সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা