জঙ্গি দমনে একদিনে ২টি বড় সাফল্য
জম্মু কাশ্মীরে শুক্রবার সন্ধে থেকে শনিবার সকালের মধ্যে জঙ্গি নিকেশে পরপর ২টি বড়সড় সাফল্য পেল পুলিশ ও সেনা।
লকডাউনের মধ্যেই জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা তাদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যার যোগ্য জবাব দিচ্ছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার গোরিপোরা গ্রামে হাজির হয় যৌথবাহিনী। ওই গ্রামেই লুকিয়ে ছিল ২ জঙ্গি। তাদের সাহায্য করছিল ১ জন। তারা যেখানে লুকিয়ে ছিল তাদের সেই জায়গা ঘিরে ফেলে যৌথবাহিনী। বেগতিক বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা যৌথবাহিনীও গুলি চালায়।
খুব বেশিক্ষণ এই গুলির লড়াই স্থায়ী হয়নি। অবশেষে যৌথবাহিনীর গুলিতে ২ জন জঙ্গি ও তাদের ১ জন সহকারীর মৃত্যু হয়। তাদের দেহ উদ্ধার করেছে পুলিশ। ২ জঙ্গির পরিচয় জানতে পারেনি পুলিশ। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের যে সহযোগিতা করছিল সে স্থানীয় বাসিন্দা। এদিকে এই ৩ জনকে গুলিতে ঝাঁঝরা করলেও যৌথবাহিনী শনিবার সকাল থেকে বেলা পর্যন্ত এলাকা জুড়ে তল্লাশি অভিযান বজায় রাখে।
শনিবার সকালে এই সাফল্য পাওয়ার আগে গত শুক্রবার রাতেও জঙ্গি দমনে সাফল্য পায় যৌথবাহিনী। জঙ্গিরা এক পুলিশকর্মীকে অপহরণ করেছিল। শুক্রবারই কুলগামের ইয়ারিপোরা থেকে তাঁকে অপহরণ করে জঙ্গিরা। শুক্রবার রাতে ওই অপহৃত পুলিশকর্মীকে নিয়ে ২ জঙ্গি অনন্তনাগে একটি চেকপোস্ট পার করার চেষ্টা করছিল। তখনই সুরক্ষাবাহিনীর নজর কাড়ে বিষয়টি। শুরু হয় গুলির লড়াই। কিছুক্ষণের মধ্যেই ২ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী। অপহৃত পুলিশকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা