তৃতীয় জঙ্গিও শেষ, অবশেষে গুলিযুদ্ধে ইতি
গত মঙ্গলবার লুকিয়ে থাকা ৩ জঙ্গিকে ঘিরে ফেলেছিল যৌথবাহিনী। অবশেষে বুধবার সকালে সেই গুলির লড়াই শেষ হল। তৃতীয় জঙ্গি গুলিতে ঝাঁঝরা হয় বুধবার।
লকডাউনেও জঙ্গিদের কার্যকলাপে কোনও বিরাম নেই। তারা তাদের নাশকতার ছক চালিয়ে যাচ্ছে। ফলে সতর্ক আছে পুলিশ ও সেনা। গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার জাইনপোরা এলাকায় ৩ জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে খবর পায় পুলিশ। দ্রুত এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনার যৌথবাহিনী। যেখানে ৩ জঙ্গি লুকিয়ে ছিল সেই বাড়ি টার্গেট করে এগোতে থাকে বাহিনী। বেগতিক বুঝে একসময় যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।
জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা গুলি চালাতে শুরু করে যৌথবাহিনীও। ২ পক্ষে শুরু হয় গুলির লড়াই। মঙ্গলবার দিনভর গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়। বাকি ছিল ১ জন। এদিকে মঙ্গলবার গুলির লড়াই রাত পর্যন্ত চলার পর একসময় তা থামে। কিন্তু ওই জঙ্গি যেখানে লুকিয়ে ছিল সেই জায়গা চারদিক থেকে ঘিরে রাখে পুলিশ ও সেনা। যাতে সে পালাতে না পারে।
বুধবার ভোর হতে ফের শুরু হয় গুলিযুদ্ধ। অবশেষে বুধবার বেলার দিকে ওই জঙ্গির মৃত্যু হয়। পুলিশ ও সেনার তরফে তারপরেও এলাকা জুড়ে তল্লাশি জারি ছিল। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে তারা চেষ্টা চালিয়ে যায়। এদিকে এই গুলির লড়াইয়ে একজন সেনা আধিকারিক জখম হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা