সীমান্তে ভারত ও চিন মুখোমুখি সংঘর্ষ
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ নতুন নয়। কিন্তু ভারত ও চিন সেনার মধ্যে সীমান্তে সংঘর্ষ বড় একটা হয়না। সেটাই হল শনিবার।
উত্তর সিকিমে ভারত ও চিন সীমান্তে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। গত শনিবার এই সংঘর্ষ হয়। সীমান্তে দাঁড়ানো ২ পক্ষের সেনাই একে অপরের দিকে তেড়ে যায়। শুরু হয় সংঘর্ষ। ভারতীয় সেনা যোগ্য জবাব দিতে থাকে। সীমান্ত নিয়ে সমস্যা এখানে দীর্ঘদিনের। সিকিমের মুগুথাং থেকে কিছুটা দূরে নাকু লা সেক্টরে এই প্রবল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২ পক্ষের সেনাই আহত হয়।
সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, ভারতীয় সেনার ৪ জন এই সংঘর্ষে আহত হয়েছেন। অন্যদিকে চিনা সেনার ৬ জন গুরুতর আহত। ২ পক্ষের প্রায় দেড়শো সেনা লড়াইয়ে সামিল হয়েছিল। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর প্রোটোকল মেনে ২ পক্ষ আলোচনায় বসে। আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হয়। শান্ত হয় ২ পক্ষের সেনা। ফলে বিষয়টি স্থানীয় স্তরেই মিটে যায়।
সীমান্তে ভারত-পাক সংঘর্ষ যেমন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিনা প্ররোচনায় যেভাবে পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনা শিবির ও সাধারণ মানুষের বসবাস স্থানে গুলি, মর্টার বর্ষণ করে তা ভারত-চিন সীমান্তে বড় একটা ঘটেনা। তবে এর আগে ২০১৭ সালে সিকিমের ডোকলাম সীমান্তে ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়। ২ দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল। সেনা বাড়াতে থাকে ২ পক্ষই। প্রায় ২ মাস এমন চলার পর বিষয়টি মিটে যায়। তবে তার আগে একবার লাদাখের পাংগং লেকের কাছে ভারত ও চিন সেনা একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা