ভারতীয় জওয়ানদের আটক করেছে চিন, ভুল খবর বলল সেনা
ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের-এর আধিকারিকরা চিন সেনার হাতে আটক, এই খবর সত্য নয় বলেই জানাল ভারতীয় সেনা।
নয়াদিল্লি : গত সপ্তাহে লাদাখের সীমান্তে টহলরত ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের-এর যৌথবাহিনীর সঙ্গে চিনের পিপলস লিবারেশন আর্মি-র খণ্ডযুদ্ধ বাঁধে। তারপরই চিনের সেনা আটক করে ভারতীয় সেনাবাহিনী ও ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের-এর যৌথবাহিনীর জওয়ানদের। এমন একটি খবর ঘুরপাক খাচ্ছিল। এদিন সে খবর ভুল বলে জানিয়ে দিল ভারতীয় সেনা।
খবর যা ছড়িয়েছিল তাতে বলা হচ্ছিল খণ্ডযুদ্ধের পর চিন সেনা ভারতীয় জওয়ানদের আটক করে। তাঁদের কাছ থেকে যাবতীয় অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। এই খবর যে ভুল তা জানিয়ে দিল ভারতীয় সেনা। গত সপ্তাহে চিন সেনা সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে বলে অভিযোগ। এদিকে সীমান্ত জুড়ে তৈরি হওয়া উত্তেজনার কারণে ভারত ও চিন ২ ধারেই প্রচুর সেনা মোতায়েন করা হয়।
গত শুক্রবার এই উত্তেজনার কথা মাথায় রেখে ভারতীয় ভূখণ্ডের প্রস্তুতি সম্বন্ধে জানতে লেহ-তে হাজির হন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সেখানে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁকে একদম চিন-ভারত সীমান্তের পরিস্থিতি বুঝিয়ে বলেন সেনা আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা