বড় সাফল্য, জইশ শীর্ষ কমান্ডারকে গুলি করে মারল যৌথবাহিনী
জইশ শীর্ষ কমান্ডারকে গুলি করে হত্যা করতে সমর্থ হল সেনা ও পুলিশকে নিয়ে তৈরি যৌথবাহিনী।
শ্রীনগর : জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন-এর নেতা রিয়াজ নাইকুকে খতম করতে পারা ছিল চলতি বছরে সেনা ও পুলিশের যৌথবাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। তারপরই যদি বড় সাফল্যের কথা বলতে হয় তাহলে সেটা এল বুধবার। বুধবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গোপন আস্তানায় হানা দিয়ে যৌথবাহিনী ৩ জঙ্গিকে খতম করতে সমর্থ হয়। তারমধ্যে ১ জন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর শীর্ষ নেতা আবদুল রেহমান ওরফে ফৌজি ভাই।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কঙ্গন গ্রামে বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে। এই খবর পাওয়ার পরই গোটা গ্রাম দ্রুত ঘিরে ফেলে যৌথবাহিনী। ঘেরা হয়ে গেছে বুঝতে পেরে জঙ্গিরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী। বুধবার সকালে এই গুলির লড়াই বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। পরে ৩ জঙ্গিকে গুলি করে মারতে সমর্থ হয় যৌথবাহিনী। কাশ্মীর পুলিশ জানাচ্ছে, মৃত ৩ জঙ্গির মধ্যে ১ জন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর শীর্ষ নেতা আবদুল রেহমান ওরফে ফৌজি ভাই।
ফৌজি ভাই মূলত আফগানিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল। তবে ২০১৭ সাল থেকে সে কাশ্মীরে নাশকতার ছক কষার সঙ্গে জড়িত ছিল। আইইডি বিস্ফোরণে সে ছিল তুখোড়। এমনও শোনা যায় ফৌজি ভাই ছিল জইশ প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাইপো। যদিও তা এখনও নিশ্চিত নয় বলেই জানিয়েছে পুলিশ। গত ২৮ মে পুলওয়ামায় যে গাড়ি বোমা বিস্ফোরণের চেষ্টা রুখে দেয় পুলিশ সেই ঘটনার মাস্টারমাইন্ড ছিল এই জঙ্গি নেতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা