৫ জঙ্গিকে গুলি করে মারল যৌথবাহিনী
ফের সাফল্য পেল সেনা ও পুলিশের যৌথবাহিনী। যৌথবাহিনীর নিশানার শিকার হল ৫ জঙ্গি।
শ্রীনগর : রবিবার সকাল। নির্দিষ্ট খবরের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার রেবান গ্রামে হাজির হয় জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী। দ্রুত এলাকা ঘিরে নেয় তারা। তারপর যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর ছিল সেই জায়গাটা ঘিরে ক্রমশ এগোতে থাকে। জঙ্গিদের গোপন ডেরা চারিদিক থেকে ঘিরে ফেলে যৌথবাহিনী। জঙ্গিরা বুঝতে পারে তারা পুরোপুরি ঘেরা হয়ে গেছে। ফলে গুলি চালাতে শুরু করে।
যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালাতে শুরু করে যৌথবাহিনী। ফলে শুরু হয়ে যায় প্রবল গুলির লড়াই। এদিন ২ পক্ষে প্রবল গুলির লড়াই হয়। যৌথবাহিনীর গুলিতে এক এক করে জঙ্গির মৃত্যু হতে থাকে। তবে দীর্ঘসময় ধরে গুলির লড়াই চলতে থাকে। সাকুল্যে ৫ জঙ্গিকে হত্যা করতে সমর্থ হয় যৌথবাহিনী।
মৃত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য তা এখনও স্পষ্ট নয়। তার খোঁজ করছে পুলিশ। এদিকে ওই গ্রামের চারধার তন্নতন্ন করে খোঁজ চলে সারাদিন। অন্য কোনও জঙ্গি প্রাণ বাঁচিয়ে কোথাও গা ঢাকা দিয়ে আছে কিনা তার খোঁজ চালায় যৌথবাহিনী। জঙ্গিদের গোপন ডেরায় হানা দিয়ে তাদের নিকেশ করতে যৌথবাহিনী পরপর সাফল্য পাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা