৫ হিজবুল ও লস্কর জঙ্গিকে গুলি করে মারল যৌথবাহিনী
হিজবুল ও লস্কর জঙ্গিরা মিলিতভাবে আক্রমণ হানে যৌথবাহিনীকে লক্ষ্য করে। পাল্টা গুলিতে ৫ জঙ্গিকে খতম করে বাহিনী।
শ্রীনগর : হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবা, এই ২ জঙ্গি সংগঠনের ৫ জঙ্গি লুকিয়ে আছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সুগো গ্রামে। সেই খবর পৌঁছয় জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনীর কাছে। খবর পেয়ে বুধবার মধ্যরাতে গোটা গ্রাম ঘিরে ফেলে বাহিনী। ঠিক যেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল সেই জায়গা চারধার থেকে ঘিরে এগোতে থাকে তারা। ঘেরা হয়ে গেছে বুঝতে পেরে পাল্টা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।
প্রবল গুলির লড়াই শুরু হয় দুপক্ষে। বেশ কিছুক্ষণ ধরে চলে এই গুলিযুদ্ধ। গুলির লড়াই চলে ভোর পর্যন্ত। পরে যৌথবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ৫ জঙ্গির দেহ। এই ৫ জন যে হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবা-র জঙ্গি তা নিশ্চিত করেছে পুলিশ। এদিকে ৫ জঙ্গি খতম হলেও যৌথবাহিনী গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান বজায় রাখে।
বুধবার এলাকা ঘিরে তল্লাশি চলে দীর্ঘ সময় ধরে। গত ২ সপ্তাহে জঙ্গি নিকেশে একের পর এক সাফল্য পেয়েছে যৌথবাহিনী। ১৪ জন জঙ্গি কদিনের মধ্যে যৌথবাহিনীর গুলির শিকার হয়েছে। তল্লাশি অভিযানও জারি রয়েছে বিভিন্ন এলাকায়। এদিন ৫ জঙ্গিকে হত্যা বড়সড় সাফল্য এনে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা