ভারত-চিন সংঘর্ষ, শহিদ ৩ ভারতীয় জওয়ান
লাদাখে ভারত ও চিন সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ ভারতীয় জওয়ানের।
নয়াদিল্লি : পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা। এখানে গত সোমবার ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চিনের সেনা। ২ পক্ষে প্রবল সংঘর্ষ শুরু হয়। হাতাহাতিও হয়। ঘটনায় শহিদ হন ভারতের ৩ সেনা জওয়ান। যার মধ্যে একজন আধিকারিক পদমর্যাদার। ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে ভারত-চিন সংঘর্ষে ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। তারপর এই প্রথম চিনের সঙ্গে কোনও সংঘর্ষে কোনও ভারতীয় সেনার মৃত্যু হল।
গত মে মাস থেকেই লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা দানা বাঁধছিল। ভারতও সেনা বাড়ায় সেখানে। পাল্টা চিনও সেনা বাড়ায়। কার্যত ২ পক্ষ মুখোমুখি দাঁড়িয়েছিল। যাতে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ২ পক্ষের মধ্যে মাঝেমাঝেই কথা হয়। এতদিন মুখোমুখি দাঁড়িয়ে থাকলেও সংঘর্ষ হয়নি। সেটাই সোমবার হল। সোমবার রাতে ২ পক্ষের সংঘর্ষে ৩ ভারতীয় সেনার মৃত্যু হলেও চিনের কতজন সেনা এই সংঘর্ষে মারা গেছে তা চিনের তরফে জানানো হয়নি।
লাদাখে তৈরি হওয়া এই পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার সকালেই বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনা প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিস্থিতি সম্বন্ধে জানতে চান। পরবর্তী পদক্ষেপও স্থির করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে প্রতিরক্ষামন্ত্রী পুরো পরিস্থিতি সম্বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন। এদিকে সীমান্তে পরিস্থিতি শান্ত করতে ভারত ও চিনের সেনা আধিকারিকরা নিজেদের মধ্যে মঙ্গলবার বৈঠক করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা