ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ ২০ ভারতীয় সেনা
ভারত ও চিনের মধ্যে সেনা সংঘর্ষে মৃত্যু হয়েছে ২০ জন সেনার। চিনের ৪৩ জন সেনার মৃত্যু।
নয়াদিল্লি : লাদাখে ভারত ও চিনের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ভারতীয় সেনার মৃত্যুর সংখ্যা বাড়ল। ভারতের ২০ জন সেনা শহিদ হয়েছেন বলে খবর। যারমধ্যে কর্নেল পদমর্যাদার আধিকারিকও রয়েছেন। সোমবার রাতে চিন সেনা একটি এলাকা ছেড়ে সরে যাওয়ার সময় আচমকাই এক ভারতীয় সেনা আধিকারিককে মারধর করে। যা দেখে আর চুপ থাকতে পারেননি ভারতীয় জওয়ানরা। তাঁরা পাল্টা জবাব দেন।
একদম হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। ২ পক্ষে মাঝরাত পার করেও চলে মুখোমুখি লড়াই। শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা। সেখানে চলে এই সংঘর্ষ। এই সংঘর্ষে ভারতীয় অনেক জওয়ান আহত হন। অন্যদিকে চিনের অনেক সেনাও আহত ও নিহত হয়। প্রায় ৪৩ জন চিনা সৈনিকের প্রাণ গেছে বলে জানা গিয়েছে। পরে চিন সীমান্তে অনেকগুলি চিনা চপার নজরে পড়ে। যেগুলি মূলত আহত চিনা সৈনিকদের এয়ারলিফট করতে ব্যবহার করা হচ্ছিল।
লাদাখে ভারত-চিনের মধ্যে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে যে মুখোমুখি লড়াই সোমবার হয়েছে তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। এদিকে ভারত ও চিনের সেনা আধিকারিকদের মধ্যে এই উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা শুরু হয় মঙ্গলবার। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ৩ সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন। কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা