সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী
গত একদিনে বড় সাফল্য পেল সুরক্ষাবাহিনী। ২ জঙ্গি সংগঠনের ৮ জঙ্গিকে নিকেশ করেছে তারা।
শ্রীনগর : গত বৃহস্পতিবার সেনা ও পুলিশের যৌথবাহিনী ঘিরে ফেলে কাশ্মীরের অবন্তীপোরা এলাকার মিজ গ্রাম। খবর ছিল এই গ্রামেই লুকিয়ে আছে কয়েকজন সন্ত্রাসবাদী। যৌথবাহিনী গ্রাম ঘিরতেই শুরু হয় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই। গুলিতে ১ সন্ত্রাসবাদীর মৃত্যুর পর অন্য ২ সন্ত্রাসবাদী গ্রামের মসজিদে ঢুকে পড়ে। মসজিদ থেকে তাদের বার করে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় যৌথবাহিনী। চারদিক কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ছেয়ে যায়।
কাঁদানে গ্যাসের ধোঁয়ায় মসজিদ থেকে বার হতে বাধ্য হয় ২ জন। তারপর তাদের সঙ্গে ফের গুলির লড়াই হয়। ২ সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করে বাহিনী। এখানে মৃত ৩ সন্ত্রাসবাদী জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবারই কাশ্মীরের সোপিয়ান জেলার বান্দপাওয়া গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় যৌথবাহিনী। ফের সেই গ্রাম ঘিরে ফেলে বাহিনী।
ঘিরে ফেলার পর রাতেই শুরু হয় গুলির লড়াই। বৃহস্পতিবার রাতেই ১ জঙ্গিকে গুলি করে হত্যা করে বাহিনী। তারপরও দফায় দফায় গুলির লড়াই অব্যাহত থাকে। শুক্রবার আরও ৪ জঙ্গিকে গুলি করে হত্যা করতে সমর্থ হয় যৌথবাহিনী। পুলিশ জানাচ্ছে এই ৫ জঙ্গি জইশ ও হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। গত ১ দিনে ৮ জঙ্গি নিকেশকে যৌথবাহিনীর বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা