সেনার যাতায়াতের জন্য লাদাখে ৬০ মিটারের ব্রিজ বানাল ভারত
ভারত চিন চাপানউতোর অব্যাহত। তার মধ্যেই লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে ৬০ মিটারের ব্রিজ বানিয়ে নিল ভারত।
নয়াদিল্লি : লাদাখের অন্যতম নদী সায়ক। এই সায়ক নদীর ওপর ৬০ মিটারের একটি ব্রিজ বানিয়ে নিল ভারত। বানাল সেই সময় যখন ভারত ও চিনের মধ্যে সীমান্তে টানাপোড়েন অব্যাহত। চিনা আগ্রাসনের শিকার ভারতীয় জওয়ানরা। দেশজুড়ে চিনকে এর যোগ্য জবাব দেওয়ার দাবি উঠেছে। ব্রিজটি তৈরিই করা হয়েছে কৌশলগত দিকের কথা মাথায় রেখে। প্রয়োজনে যাতে দ্রুত সেনাকে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে পাঠানো যায় তা সুনিশ্চিত করতেই রাতারাতি এই ব্রিজ নির্মাণ।
সায়ক নদীর ওপর যেখানে ব্রিজটি তৈরি করা হয়েছে তার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই সায়ক ও গালওয়ান নদীর সঙ্গমস্থল। সেই গালওয়ান নদী যার উপত্যকাতেই ভারতীয় সেনার ওপর হামলা চালায় চিনা সেনা। যে গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি করছে চিন। এখনও সীমান্তে ২ দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে। এই অবস্থায় সায়ক নদীর ওপর সেনা যাতায়াত সুগম করতে এই ব্রিজ নির্মাণ যথেষ্ট গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।
ভারতীয় সেনা অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, যেখানে চিনা সেনা ভারতীয় সেনাদের আক্রমণ করে সেই ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে যাওয়ার রাস্তা এই ব্রিজ দিয়ে নয়। তবে এই ব্রিজ দুর্গম পাহাড়ি এলাকায় সায়ক ও দৌলত বেগ ওলডি রোড-কে যুক্ত করেছে। প্রসঙ্গত এই দৌলত বেগ ওলডি রোড সীমান্ত পর্যন্ত তৈরি করা নিয়ে চিনের প্রবল আপত্তি ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা