বাবা-মার কথাও শুনল না, গুলিতে ঝাঁঝরা ৩ জঙ্গি
বাবা-মাকে দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে সেনা। কিন্তু তাতেও রাজি হয়নি জঙ্গিরা।
শ্রীনগর : গুলি করে মারতে পারত সুরক্ষাবাহিনী। কিন্তু তা না করে সুরক্ষাবাহিনী চেষ্টা করে যাতে জঙ্গিরা আত্মসমর্পণ করে। সেজন্য সেনার তরফ থেকে বারবার অনুরোধও করা হয়। তা না শোনায় জঙ্গিদের বাবা-মাকে দিয়ে তাদের আত্মসমর্পণ করতে বলানো হয়। কিন্তু অভিভাবকদের কথাও শোনেনি তারা। ফলে সেনাকে গোটা এলাকা ঘিরে জঙ্গি দমনের প্রচেষ্টা শুরু করতেই হয়।
রবিবার শ্রীনগরের গিল্লি কাদাল এলাকায় একটি বসতবাড়িতে ৩ জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পায় সুরক্ষাবাহিনী। দ্রুত তারা এলাকা ঘিরে ফেলে। তারপর বাড়িটি ঘিরে ফেলা হয়। কোনও সমস্যা এড়াতে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। সে চেষ্টা ব্যর্থ হলে বাধ্য হয়ে তাদের দিকে এগোতে শুরু করে সুরক্ষাবাহিনী।
সুরক্ষাবাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। পরে ৩ জঙ্গিকেই গুলি করে মারতে সক্ষম হয় সুরক্ষাবাহিনী। মৃত জঙ্গিদের মধ্যে ১ জন এমন রয়েছে যে গত মাসে শ্রীনগরে ২ বিএসএফ জওয়ানকে হত্যা করেছিল। জঙ্গিদের দেহ উদ্ধারের পাশাপাশি এলাকা জুড়ে বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এভাবে হবেনা, ভিখারী স্থান, আতঙ্কী স্থান পাকিস্তানের উপর ভয়ঙ্কর আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দিতে হবে। নাহলে ৭২ সুন্দরী কচি মেয়েছেলের লোভে মূর্খ মুসলমান কেবলই আতঙকীর বেশে আসতে থাকবে।ভারত আসল রোগ ধরতে পারছেনা অযথা কেবল গোলাগুলি ও নিরাপত্তা রক্ষীদের অপচয় করছে।