National

ঐক্যমত্যে পৌঁছল ভারত ও চিন, লেহ-তে সেনাপ্রধান

ভারত ও চিনের কমান্ডার পর্যায়ের বৈঠকের পর সংবাদ সংস্থা জানাচ্ছে ২ দেশই লাদাখের ওই অংশ ছেড়ে কিছুটা করে পিছু হঠতে রাজি হয়েছে।

নয়াদিল্লি : লাদাখের গালওয়ানে চিনা সেনার আগ্রাসী মনোভাব, ভারতীয় সেনার ওপর চড়াও হওয়া, ভারতীয় সেনার মৃত্যু ও তারপর ২ দেশেরই ওই সীমান্তে নিজেদের সেনা শক্তি বৃদ্ধি করা। এমন এক পরিস্থিতিতে ২ দেশের কমান্ডার পর্যায়ে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানসূত্র বার করতে বৈঠক চলছিল। সেই সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকে অবশেষে ২ দেশই তাদের সেনাকে কিছুটা করে সরিয়ে নেওয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস।

২ দেশের সেনা আধিকারিক পর্যায়ে বৈঠকের মাঝেই এদিন লেহ-তে যান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সেখানে লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। লেহ-তে বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সেনারা। আহত জওয়ানদের তিনি আশ্বস্ত করেন যে প্রয়োজনে তাঁদের পাশে গোটা সেনাশক্তি থাকবে।


লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মুখোমুখি দাঁড়িয়ে ভারতীয় সেনা ও চিনা সেনা। ক্রমশ সেখানে সেনা সংখ্যা বৃদ্ধি করছে ভারত। অন্যান্য যুদ্ধাস্ত্রও তৈরি রাখা হচ্ছে। দেশের সুরক্ষার খাতিরে কেমন হচ্ছে সীমান্তের বন্দোবস্ত তাও খতিয়ে জেনে নেন সেনাপ্রধান। ২ দেশের সীমান্ত সমস্যা প্রশমনে বৈঠকে যোগ দিয়ে লেহতে আসেন সেনাপ্রধান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button