ব্যস্ত রাস্তায় নেমে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার, স্তব্ধ যান চলাচল
সারাদিন ব্যস্ত থাকে যে রাস্তা সেই রাস্তার ওপর আচমকাই নেমে পড়ল একটি বায়ুসেনার হেলিকপ্টার।
চণ্ডীগড় : ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে যে কটি হেলিকপ্টার রয়েছে তার মধ্যে অন্যতম চিতা। চিতা হেলিকপ্টারগুলি মূলত ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক হেলিকপ্টার। তেমনই একটি চিতা হেলিকপ্টারে শুক্রবার যাত্রা করছিলেন ৪ বায়ুসেনা আধিকারিক। সেই হেলিকপ্টারটিকে এদিন আচমকাই আকাশ থেকে নেমে আসতে দেখা যায় হরিয়ানার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে।
ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে এমনিতেই চওড়া রাস্তা। এক ব্যক্তি হেলিকপ্টারের পাইলটকে সাহায্য করেন যাতে তিনি কপ্টারটিকে রাস্তার ঠিক মাঝখানে নামাতে পারেন। কপ্টার নামে রাস্তার মাঝেই। এদিকে হেলিকপ্টার নামছে জানার পর ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের ২টি দিক থেকেই যান চলাচল বন্ধ করা হয়।
কেন এমনভাবে রাস্তায় নামল চিতা? জানা গিয়েছে যান্ত্রিক কিছু সমস্যা নজরে আসতে পাইলট আর ঝুঁকি নেননি। বায়ুসেনা কর্তৃপক্ষকে জানিয়েই রাস্তায় নামেন। হেলিপ্যাড পর্যন্ত যাওয়ার ঝুঁকি তিনি নেননি। পরে ১ ঘণ্টার চেষ্টায় ভারতীয় বায়ুসেনা ইঞ্জিনিয়াররা কপ্টারটিকে সারিয়ে তোলেন। কপ্টার উড়ে যায় গন্তব্যে। কিন্তু এভাবে যে কোনও রাস্তায় কী কপ্টার নামতে পারে? নামতে পারেনা। তাই দেশে এখন অনেক এক্সপ্রেসওয়ে এমনভাবে বানানো হচ্ছে যাতে সে রাস্তায় কপ্টার তো বটেই, এমনকি প্রয়োজন পড়লে যুদ্ধ বিমানও অবতরণ করানো যায়। যুদ্ধ কোনও কারণে লাগলে তখন এই সুবিধা অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা