ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে ৩০০ জঙ্গি, বলল সেনা
ভারতে ঢোকার জন্য ভারত-পাক সীমান্তে অপেক্ষা করছে ৩০০ জঙ্গি। এমনই জানাল ভারতীয় সেনা।

শ্রীনগর : গত বছর অগাস্ট থেকে চেষ্টা করেও কাশ্মীরের মানুষকে উত্তপ্ত করা যায়নি। তা করতে অবশ্য সবরকম চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তা না পেরে এবার ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা হচ্ছে। ভারত-পাক সীমান্তে পাকিস্তানের জমিতে অনুপ্রবেশকারীদের লঞ্চপ্যাডগুলিতে রাখা হয়েছে। প্রতিটি লঞ্চপ্যাড সক্রিয় রয়েছে। সেখানে ২৫০ থেকে ৩০০ জন জঙ্গি জমায়েত রয়েছে। যারা ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি। এদিন এমনই জানালেন জিওসি ১৯ ইনফ্যান্ট্রি ডিভিশন কাশ্মীরের মেজর জেনারেল বীরেন্দ্র ভাটস।
কাশ্মীরে ভারত–পাক সীমান্ত পার করে জঙ্গিরা ভারতে প্রবেশের চেষ্টা শুরু করেছে বলেও জানান সেনা আধিকারিক। প্রসঙ্গত শনিবার কাকভোরেও হান্দওয়ারার নৌগাম সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা হয়। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা রোখা সম্ভব হয়েছে। ২ লস্কর জঙ্গিকে খতম করতেও সমর্থ হয়েছে সেনা। তাদের কাছ থেকে রীতিমত যুদ্ধ করার মত প্রয়োজনীয় অস্ত্র উদ্ধার হয়েছে।
বীরেন্দ্র ভাটস আরও বলেন, পাকিস্তানের মাটিতে এই জঙ্গিরা রয়েছে। তারা যাতে ভারতে প্রবেশ করতে পারে তার জন্য সবরকম সাহায্য দিচ্ছে পাকিস্তানি সেনা। পাকিস্তানে জঙ্গিরা সবরকম সাহায্যও পাচ্ছে। সীমান্ত থেকে তাদের অনুপ্রবেশের রাস্তা করে দেওয়ায় সাহায্য করছে পাক সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা