গুলিতে ঝাঁঝরা পাকিস্তান থেকে ভারতে ঢোকা জইশ জঙ্গি
পাকিস্তান থেকে লুকিয়ে সীমানা পার করে ভারতে ঢোকা এক জঙ্গি সীমানা পার করলেও ভারতীয় সেনার হাত থেকে রেহাই পেল না।
শ্রীনগর : ভারত-পাক সীমান্তে পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে লঞ্চপ্যাডে অপেক্ষা করছে প্রায় ৩০০ জঙ্গি। পাক সেনার সাহায্য পাচ্ছে তারা। ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে তারা। একথা কদিন আগেই জানিয়েছিলেন এক সেনা কর্তা। তেমনই এক জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেও সেনার হাত থেকে রেহাই পায়নি। তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে সুরক্ষাবাহিনী। একটি গোপন খবর পেয়েই তাকে খতম করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী।
পুলিশ জানাচ্ছে, কাশ্মীরের অনন্তনাগ জেলার সিরহামা এলাকায় ২ জঙ্গি লুকিয়ে আছে বলে খবর আসে। তারপরই সেনা ও পুলিশের যৌথবাহিনী এলাকা ঘিরে ফেলে। সোমবার ভোরে এলাকা ঘিরে ফেলার পর সামান্য গুলিযুদ্ধ। তারপরই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ২ জইশ জঙ্গির দেহ। এদের মধ্যে এক জঙ্গি কাশ্মীরের বাসিন্দা। অন্যজন পাকিস্তান থেকে সীমান্ত পার করে ভারতে ঢুকেছিল।
এদের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ২ জঙ্গির কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। ২ জঙ্গিকে হত্যা করার পরও এলাকায় দীর্ঘ সময় ধরে খানাতল্লাশি চলে। কোথাও অন্য কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয় যৌথবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা