প্রতীক্ষার অবসান, ভারতে পৌঁছল ৫টি রাফাল
বুধবার পৌঁছবে এটা ঠিকই ছিল। সোমবার রওনা দেয় রাফালগুলি। অবশেষে ৭০০০ কিলোমিটার পথ অতিক্রম করে ভারতে পৌঁছয় সেগুলি।
নয়াদিল্লি : ২০১৯ সালে রাফাল বিমান চুক্তি নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রীতিমত বিতর্কিত অধ্যায়ে পৌঁছেছিল রাফাল চুক্তি। অবশ্য নির্বাচনে বিজেপির জয়লাভের পর আর রাফাল নিয়ে তেমন একটা হৈচৈ হয়নি। মাঝে ফ্রান্সে গিয়ে রাফাল চড়ে দেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের আকাশে পৌঁছল প্রথম ৫টি রাফাল যুদ্ধবিমান।
ভারতের আম্বালা এয়ার বেসে নামে সেগুলি। গত সোমবার রওনা দেয় বিমানগুলি। ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। তারপর পৌঁছয় এদিন। রাফালগুলিকে সুরক্ষিত করে ঘিরে আনে ভারতের আর এক আধুনিক যুদ্ধবিমান সুখোই। গত ২০ বছরের মধ্যে রাফালই ছিল ভারতের কৌশলগত বিমান চুক্তি।
২০১৬ সালে রাফাল চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়। ৩৬টি বিমানের জন্য দাম ধার্য হয় ৫৯ হাজার কোটি টাকা। চুক্তি স্বাক্ষরিত হয়। যা নিয়ে মূলত কংগ্রেস প্রবল প্রতিবাদে মুখর হয়। চুক্তির অর্থ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি চুক্তিতে দুর্নীতির অভিযোগ তোলে তারা। পরে তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অবশ্য তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকা রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দেয় রাফাল চুক্তি নিয়ে কোনও তদন্তের প্রয়োজন রয়েছে বলে তাদের মনে হচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা