
২ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে হত্যা করল ভারতীয় সেনা। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার ভেহিল গ্রাম ঘিরে ফেলে সেনা। সেখানেই একটি বাড়িতে তখন লুকিয়ে ছিল ২ জঙ্গি। সেনা ঘিরে ফেলায় তারা গুলি চালাতে চালাতে বেরিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। এরপরই সেনার গুলিতে বাড়ির সামনের ফাঁকা মাঠে লুটিয়ে পড়ে ২ জঙ্গি। ২ জঙ্গির পরিচয়ই জানতে পেরেছে সেনা। ওয়াসিম আহমেদ মাল্লা ও নাসির আহমেদ পাণ্ডিত নামে এই দুই জঙ্গি হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ঘনিষ্ঠ বলে জানিয়েছে সেনা।