
পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি শিবির সাফ করতে তাঁদের ৬ মাস সময় লাগবে। প্রয়োজন একটি সঠিক পরিকল্পনারও। মঙ্গলবার কেন্দ্রকে একথা জানালেন সেনা আধিকারিকরা। তাঁদের দাবি, পাক অধিকৃত কাশ্মীরে এখনও অনেকগুলি জঙ্গি শিবির রয়েছে। যেখানে অনেক জঙ্গি অপেক্ষা করে আছে ভারতের নিয়ন্ত্রণরেখা পার করে ঢোকার জন্য। সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানে বেড়ে ওঠা জঙ্গিরা ভারতের ঢোকার চেষ্টায় খামতি রাখবে না বলেই মনে করছেন তাঁরা। অন্যদিকে সার্জিক্যাল স্ট্রাইকের পর তেতে আছে ভারতীয় সেনা। ফলে এখন যদি পরিকল্পনা করে আক্রমণ হানা যায় তবে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি শিবিরের নামগন্ধ মুছে ফেলা সম্ভব। তবে তার জন্য তাঁদের ৬ মাস সময় লাগবে।