অক্সিজেন আনতে দেশে দেশে ছুটছে বায়ুসেনা
দেশজুড়ে অক্সিজেনের চূড়ান্ত আকাল মেটাতে এবার ভিন দেশে পাড়ি দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। অক্সিজেন আনতে দেশে দেশে ছুটছে বায়ুসেনার বিমান।
ভারতে বাড়ছে করোনা রোগী। তাঁদের একটা অংশের প্রয়োজন পড়ছে অক্সিজেনের। যার প্রয়োজন মেটাতে মেটাতে এখন দেশের সব প্রান্তেই অক্সিজেনের আকাল দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে এখন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাসপাতালগুলিতে অক্সিজেনের যোগান লাগাতার বজায় রাখা। যাতে অক্সিজেনের ঘাটতি না হয়। এই অবস্থায় এবার অক্সিজেন আনতে বিদেশে ছুটল ভারতীয় বায়ুসেনার বিমান।
একটি বিমান সিঙ্গাপুরে ছুটেছে। সেখান থেকে ৪টি অক্সিজেন কন্টেনার নিয়ে বিমানটি পানাগড়ে ফিরে সেখান থেকে আবার তা পৌঁছে দেবে নির্দিষ্ট জায়গায়।
সিঙ্গাপুর থেকে অক্সিজেন আনার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার অন্য একটি বিমান যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতেও। সেখান থেকে অক্সিজেন কন্টেনার আনতে উদ্যোগী হয়েছে তারা।
বায়ুসেনার বিমান অতি দ্রুত ছুটতে পারে। ফলে অক্সিজেন বিদেশ থেকে এনে তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া যুদ্ধকালীন তৎপরতায় হতে পারে। যা এখন সবচেয়ে বেশি দরকার। কারণ অনেক হাসপাতালেই দ্রুত শেষ হচ্ছে অক্সিজেনের মজুত। ফলে সেখানে রোগীরা আতান্তরে পড়ে যাচ্ছেন।
জার্মানির একটি সংস্থাও টাটার সঙ্গে যৌথভাবে ভারতে ২৪টি অক্সিজেন ট্যাঙ্কার পাঠাতে চলেছে। এদিকে অক্সিজেন সিলিন্ডার দ্রুত বিভিন্ন রাজ্যের হাসপাতালে পাঠাতেও ভারতীয় বায়ুসেনার সাহায্য নেওয়া হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা