পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত
পারস্য উপসাগর ও গালফ অফ ওমানে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত। সমুদ্রে মোতায়েনের আগে এই যুদ্ধজাহাজটি বাহরাইন-এও যায়। সেখানে নোঙরও করে।

গত ১৩ নভেম্বর বাহরাইন-এর মানামাতে প্রবেশ করে ভারতের একটি যুদ্ধজাহাজ। সেখানে বন্দরে নোঙরও করে সেটি। জাহাজটি বাহরাইনে নোঙর করা ছিল ৩ দিন।
সেখানে বাহরাইনের বিভিন্ন সুরক্ষা এজেন্সির সঙ্গে আলোচনা হয় ভারতীয় যুদ্ধজাহাজের প্রতিনিধিদের। ওই অঞ্চলের সুরক্ষা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।
এরপর জাহাজটি চলে আসে পারস্য উপসাগর ও গালফ অফ ওমানে। আপাতত সেখানেই মোতায়েন রয়েছে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস ত্রিখণ্ড।
কেন দেশ থেকে এতটা দূরে সাগরে ভেসে বেড়াচ্ছে ভারতীয় যুদ্ধজাহাজ? যুদ্ধজাহাজ কথাটা শুনলেই অন্য চিন্তা মাথায় আসে সকলের।
তবে ভারতীয় নৌসেনার তরফে পরিস্কার করা হয়েছে ওই অঞ্চলে যাতে সুরক্ষিত বাণিজ্য নিশ্চিত করা যায় সেজন্যই ওই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
এরফলে ওই অঞ্চলে জলপথে বাণিজ্য সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারা যাবে। সুরক্ষিতভাবে বাণিজ্য জাহাজগুলি ওই জলপথ ব্যবহার করতে পারবে। শান্তিতে বাণিজ্যও করতে পারবে। যা নিশ্চিত করছে এই আইএনএস ত্রিখণ্ড।
ভারতের যুদ্ধজাহাজ আইএনএস ত্রিখণ্ড-এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন হরিশ বহুগুণা বাহরাইনে হওয়া বিভিন্ন বৈঠকে যোগ দেন।
আইএনএস ত্রিখণ্ড ওয়েস্টার্ন ফ্লিট হিসাবে জলে ভাসে। মু্ম্বইয়ের ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ড-এর অধীনে রয়েছে এই যুদ্ধজাহাজ। যা আদপে একটি স্টেট অফ দ্যা আর্ট গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট। যা অবশ্যই ভারতীয় রণতরী সজ্জার বিশেষ শক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা