জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরিতে ভেঙে পড়ল সেনা চপার, মৃত্যু বাড়ছে
ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৪ জনকে নিয়ে ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি চপার। চপারে বিপিন রাওয়াতের স্ত্রীও ছিলেন।
ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের একটি সেমিনারে বক্তব্য রাখার কথা ছিল বুধবার দুপুর ৩টেয়। সেজন্য বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ভারতীয় বায়ুসেনার উচ্চপদস্থ বেশ কয়েকজন আধিকারিককে নিয়ে রাশিয়ার তৈরি ভারতীয় সেনার এমআই-১৭ভি৫ চপারটি ওড়ে কোয়েম্বাটুরের সুলুর সেনা ঘাঁটি থেকে।
ওড়ার পর সেটি নীলগিরি পর্বতমালার কাছে আচমকাই কুন্নুর এলাকায় ভেঙে পড়ে। চপারে আগুন ধরে যায়। কপ্টারে থাকা সকলেই ভেঙে পড়া চপারের সঙ্গে গিয়ে পড়েন নিচের দুর্গম পাহাড়ি এলাকায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। এখনও ৫টি দেহ উদ্ধার হয়েছে। ৪ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এঁদের দেহের বড় অংশ পুড়ে গিয়েছে। উদ্ধারকাজ পুরোদমে চলছে।
তবে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালানো সহজ হচ্ছেনা। ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বুধবার সকালেই সস্ত্রীক দিল্লি থেকে সুলুরে আসেন ৬৩ বছরের বিপিন রাওয়াত। ২০১৯ সালেই তাঁকে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছিল।
এই পদ বিপিন রাওয়াতকে দিয়েই ভারতীয় সেনায় শুরু হয়েছে। বিপিন রাওয়াতের দায়িত্ব ছিল দেশের ৩ সেনা শক্তি স্থল, বায়ু ও নৌবাহিনীর মধ্যে সমন্বয় বজায় রাখা।
যেখানে চপারটি ভেঙে পড়ে সেখানে চতুর্দিকে চপারের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ধোঁয়া উঠছে ভাঙা অংশগুলি দিয়ে। উদ্ধারকাজে ভারতীয় বায়ুসেনাকে নিযুক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা