লড়াই শেষ, চলে গেলেন বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার একমাত্র জীবিত সেনানী
চপারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে আরও ১৩ জন। বিপিন রাওয়াত এবং ১২ জনের মৃত্যু হলেও ১ জন তখন বেঁচে ছিলেন। তাঁরও মৃত্যু হল।
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পর্বতের ওপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি চপার। তাতে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ভারতীয় সেনার বিভিন্ন পদে থাকা আধিকারিকরা।
সেই চপারটি ভেঙে পড়ার পর এক এক করে উদ্ধার হয় সকলের দেহ। ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হলেও দেহের সিংহভাগ দগ্ধ অবস্থায় জীবিত উদ্ধার করা হয় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে।
তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে। সেখানেই এতদিন চলছিল যমে মানুষের লড়াই।
চিকিৎসকদের আপ্রাণ লড়াই চলতে থাকে। লাইফ সাপোর্ট সিস্টেমে রেখে বরুণ সিংকে সুস্থ করার চেষ্টা চলতে থাকে। কিন্তু সেই লড়াইটা জেতা হল না বরুণ সিংয়ের।
বুধবার সকালে বরুণ সিংয়ের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। ট্যুইট করে একথা জানায় আইএএফ। বরুণ সিংয়ের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়।
বরুণ সিংকে দেশের গর্ব বলে ব্যাখ্যা করে তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ ডিসেম্বর দুপুরে ওয়েলিংটনে নামার ঠিক ৭ মিনিট আগে নীলগিরি পর্বতের ওপর ভেঙে পড়ে ভারতীয় সেনার অন্যতম নির্ভরযোগ্য হেলিকপ্টার এমআই-১৭ভি৫।
রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারের এক অন্যতম ভরসা। সেই কপ্টার কীভাবে ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা