চাষ জমিতে নেমে এল সেনা হেলিকপ্টার, ছুটে এলেন শয়ে শয়ে গ্রামবাসী
চাষ জমিতে নেমে এল একটি বায়ুসেনার হেলিকপ্টার। এমন ঘটনা কখনও ঘটেনি গ্রামে। ফলে খবর ছড়াতে দেরি হয়নি। ছুটে আসেন শয়ে শয়ে গ্রামবাসী।
আর পাঁচটা দিনের মতই চাষাবাদের কাজে ব্যস্ত ছিলেন গ্রামবাসীরা। নিস্তরঙ্গ জীবনে সকাল থেকে রাত তাঁদের কাজ বাঁধা। উৎসব পার্বণ ছাড়া নতুনত্ব কিছু নেই। তবে এদিন আচমকাই গ্রাম জুড়ে হৈচৈ।
ভয় ও কৌতূহল মিলিয়ে গ্রামবাসীদের মনে ঝড় উঠল। এক প্রবল আওয়াজে আকাশ থেকে নেমে এল একটি বিশাল হেলিকপ্টার। তাও আবার তাঁদের চাষ করার জমিতে।
হেলিকপ্টার আকাশ দিয়ে উড়ে গেলে তাঁরা কাজ করতে করতে একবার উপরে তাকিয়ে দেখেন। কিন্তু এভাবে সেই আকাশ দিয়ে ভেসে যাওয়া হেলিকপ্টারকে তাঁদেরই গ্রামে চোখের সামনে দেখার সুযোগ হয়নি।
ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারটি চাষের জমিতে নামতেই বিকট আওয়াজ হয়। যাঁদের নজরে পড়ে তাঁরা তো হতবাক হয়েই যান, বাকিরা শব্দ শুনে ছুটে আসেন।
হেলিকপ্টারটি ঘিরে শয়ে শয়ে গ্রামবাসী জড়ে হয়ে যান। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। এদিকে চাষ জমিতে হেলিকপ্টার নামার পর তার থেকে বেরিয়ে আসেন ভারতীয় বায়ুসেনার ২ পাইলট।
কেন এভাবে চাষ জমিতে নামল হেলিকপ্টার? জানা গেছে, হায়দরাবাদের অদূরে হাকিমপেটের এয়ারফোর্স অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণের জন্য হেলিকপ্টারটি আকাশে ওড়ে।
কিন্তু আকাশে ওড়ার পরই প্রযুক্তিগত ত্রুটি আঁচ করতে পারেন ২ প্রশিক্ষণরত পাইলট। তাঁরা হেলিকপ্টারটিকে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার জগদেবপুর গ্রামের একটি চাষ জমিতে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। ২ পাইলটই ভাল আছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা