নাগাড়ে গুলি চালাল পুলিশ ও নিরাপত্তাবাহিনী, মৃত জঙ্গি
জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নেমে ফের সাফল্য মিলল পুলিশ ও নিরাপত্তাবাহিনীর। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির। তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল জঙ্গিরা এলাকায় লুকিয়ে রয়েছে। এরপর অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। পুলিশ জানিয়েছে গুলির লড়াইয়ে ইতিমধ্যে ১ জঙ্গির মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার একটি গ্রামে। সেখানে জঙ্গিদের উপস্থিতির খবর ছিল পুলিশের কাছে।
খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের তুরকাওয়াংগাম গ্রামটি ঘিরে ফেলে যৌথবাহিনী। তারপর ঠিক যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেটিকে খুব কাছ থেকে ঘিরে ফেলে।
যৌথবাহিনী তাদের ঘিরে ফেলেছে এটা বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান যৌথবাহিনীর জওয়ানরাও। শুরু হয় গুলির লড়াই। যা দীর্ঘ সময় ধরে চলে। পরে ১ জঙ্গির যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হয়।
এলাকা ঘিরে ফেলে আর কোনও জঙ্গি সেখানে আছে কিনা তা দেখার কাজ শুরু হয়। তন্ন তন্ন করে এলাকা খুঁজে দেখা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা