দেশে হিমবীরদের অনন্য কীর্তি, হাড় কাঁপানো ঠান্ডাকে হারিয়ে গড়লেন ইতিহাস
তাঁদের পরিচিতি তাঁরা হিমবীর। এই নামেই তাঁদের ডাকা হয়। যে উচ্চতায় কেউ যান না সেখানে তাঁরা পড়ে থাকেন। এবার সেখানেই তাঁরা গড়লেন অনন্য নজির।
চারিদিকে শুধু বরফ আর বরফ। আর কোথাও কিছু নেই। থাকার কথাও নয়। ১৫ হাজার ফুট উচ্চতায় আর কিই বা থাকতে পারে! কোথাও কোনও সাধারণ মানুষের দেখা মেলেনা এখানে। তবে সেখানেই পড়ে থাকতে পারেন দেশের হিমবীররা।
হাড়হিম করা ঠান্ডাকে পরাজিত করে তাঁরা দেশের জন্য সেখানে পড়ে থাকেন। এঁরা ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ। যাঁরা লাদাখের ঠান্ডায় ১৫ হাজার ফুট উচ্চতায় এবার এক অনন্য কীর্তি স্থাপন করলেন।
আর কিছুদিন পর বিশ্ব যোগ দিবস। ২০১৫ সাল থেকে ২১ জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বিশ্বকে ভারতের দান এই শরীরচর্চা এখন সারা বিশ্বে সমাদৃত।
সেই বিশ্ব যোগ দিবসের আগে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় হিমশীতল বরফের ওপর দাঁড়িয়ে যোগ চর্চা করে দেখালেন দেশের হিমবীররা। হিমবীরদের ৫৬ তম ব্যাটেলিয়ন এই অনন্য কীর্তি রচনা করে।
সেখানে অনন্ত বরফের ওপর দাঁড়িয়ে তাঁরা দিব্যি যোগ চর্চা করেন। সে ছবিও প্রকাশ করা হয়। এর আগে তাঁরা বিশাখাপত্তনমেও এই একই যোগ চর্চা করে দেখান।
সমুদ্রের ধার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতা, সর্বত্রই তাঁরা সমান দক্ষতার পরিচয় দিয়ে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। গড়েছেন ইতিহাস।
প্রসঙ্গত ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতের এই যোগ চর্চার বিষয়টি সামনে তুলে ধরেন। যোগ দিবসের প্রয়োজন সম্বন্ধে জানান। তারপরই ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জ ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা