National

পড়শি দেশ থেকে সবে কাটা সুড়ঙ্গের হদিশ পেয়ে গেল বিএসএফ, এই নিয়ে ১১টা

পড়শি দেশ থেকে এ দেশে লুকিয়ে প্রবেশ করার জন্য কাটা হয়েছিল সুড়ঙ্গ। যা অনেক লুকোনোর চেষ্টা হলেও নজর এড়াল না বিএসএফ-এর।

টহল চলছে গত কয়েকদিন ধরেই। গোপন সূত্রে কোনও খবর ছিল কিনা তা জানা নেই। তবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ জোরদার করা হয়েছিল। আর তাতেই মিলল সাফল্য।

যদিও দুর্গম স্থান। চারিদিকে পাহাড়। তার মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত। এই সীমান্ত দিয়ে লুকিয়ে কীভাবে ভারতে প্রবেশ করে নাশকতা চালানো যায় তা পাক জঙ্গিদের অন্যতম লক্ষ্য। আর তাতে মদত দেয় পাক সেনা।


পাকিস্তানের দিক থেকে সুড়ঙ্গ কেটে সেখান দিয়ে রাতের অন্ধকারে প্রতিকূল আবহাওয়ায় বিএসএফ-এর নজর এড়িয়ে জঙ্গি অনুপ্রবেশের ছক কষা এর আগেও হয়েছে। এখনও সেই রাস্তা থেকে যে তারা সরে আসেনি তা ফের একবার প্রমাণ হল।

যে সুড়ঙ্গটি বিএসএফ জওয়ানদের নজরে পড়ে যায় সেটি অত্যন্ত অপরিসর। তবে বিএসএফ মনে করছে এটি ১৫০ মিটার লম্বা। যা পাকিস্তানের দিক থেকে কাটা শুরু হয়ে এসেছে ভারত পর্যন্ত। সীমান্ত পার করার চেষ্টা হয়েছে সুড়ঙ্গ পথে।


সুড়ঙ্গটি হালফিল কাটা হয়েছে। তাকে শক্তিশালী করতে তাতে ২১টি বালির বস্তা দেওয়া ছিল। যা নজর কেড়েছে বিএসএফ-এর।

সুড়ঙ্গের মুখটি ২ ফুট চওড়া। সুড়ঙ্গটি আরও খতিয়ে দেখার দরকার আছে বসে মনে করছেন বিএসএফ-এর শীর্ষ আধিকারিকরা।

এদিকে এই সুড়ঙ্গ নিয়ে যে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করা হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিএসএফ-এর পক্ষ থেকে। পাকিস্তান সীমান্ত দিয়ে এভাবে সুড়ঙ্গ কাটা হল আর তা পাক রেঞ্জারদের নজর এড়িয়ে গেল তা তো নয়। বরং এতে পাক সেনার মদত রয়েছে বলেই মনে করছে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button