যুদ্ধাস্ত্রের দুনিয়াতেও চিন, আমেরিকাকে পিছনে ফেলে দিল ভারত
যে কোনও দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করে তুলতে আধুনিক যুদ্ধাস্ত্রের প্রয়োজন আবশ্যিক। সেই দুনিয়াতে চিন, জাপান, আমেরিকার মত দেশকেও পিছনে ফেলে দিল ভারত।
যুদ্ধাস্ত্র ধ্বংসের কথা বলে। কিন্তু যে কোনও দেশকেই বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে নিজেদের প্রস্তুত রাখতে হয়। এজন্য প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থও ব্যয় করে দেশগুলি। ভারতও সেই তালিকায় পড়ছে।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে যে ভারত এই তালিকায় শীর্ষে অবস্থান করছে। ভারতের অনেক পিছনে রয়েছে চিন, জাপান, আমেরিকার মত দেশগুলি।
রিপোর্ট বলছে ভারত বিশ্বের মোট যুদ্ধাস্ত্র রফতানির ১১ শতাংশ কিনে নিচ্ছে। ভারতের ঠিক পিছনেই রয়েছে সৌদি আরব। তারা বিশ্বের মোট যুদ্ধাস্ত্র রফতানির ৯.৬ শতাংশ কিনছে।
তৃতীয় স্থানে রয়েছে কাতার। যারা কিনছে ৬.৪ শতাংশ যুদ্ধাস্ত্র। ফলে এটা পরিস্কার যে ভারত বলেই নয়, এশিয়ার দেশগুলির মধ্যেই সবচেয়ে বেশি বিদেশ থেকে কেনা যুদ্ধাস্ত্র মজুত করার প্রবণতা রয়েছে।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা কিনছে ৪.৭ শতাংশ। এরপর আসছে চিন। যারা আমদানি করছে ৪.৬ শতাংশ যুদ্ধাস্ত্র। মিশর নিচ্ছে ৪.৫ শতাংশ।
দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান ৩.৭ শতাংশ করে আমদানি করছে। জাপান ৩.৫ শতাংশ এবং আমেরিকা ২.৭ শতাংশ আমদানি করছে। বাকি ৪৫ শতাংশ রফতানি ছড়িয়ে রয়েছে বিশ্বের বাকি দেশগুলির মধ্যে।
এই তালিকা কিন্তু দেখিয়ে দিচ্ছে ভারত প্রতিরক্ষায় কতটা মন দিচ্ছে। দেশকে সুরক্ষিত রাখতে প্রতিরক্ষাকে শক্তিশালী করতে তাই ভারতকে একটা বড় অংশের অর্থ ব্যয় করতে হচ্ছে এই আমদানি বজায় রাখতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা