সঠিক লক্ষ্যে আঘাত, আরও শক্তিশালী হল দেশের নৌসেনা
আরও শক্তিশালী হল দেশের অস্ত্রভান্ডার। অবশ্যই এটা দেশের অস্ত্রভান্ডারে নতুন পালক। যা মাটি থেকে উড়ে আকাশের নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত করতে সক্ষম হল।
শক্তি বাড়ল ভারতের অস্ত্রভান্ডারের। বিশেষত নৌসেনার শক্তি বৃদ্ধি হল। আর যার জন্য হল তা যে নির্ভুলভাবে কাজ করছে তার পরীক্ষাও হয়ে গেল। এমন এক অস্ত্রকে নির্ভুলভাবে তৈরি করা এবং তা সঠিক লক্ষ্যে আঘাত হানতে পারার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
যে অস্ত্র নৌসেনার শক্তি বৃদ্ধি করল তা একটি নতুন ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে আকাশ এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয় বঙ্গোপসাগরে। ওড়িশার চাঁদিপুর থেকে এই পরীক্ষাটি করা হয়।
চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এটি ছোঁড়া হয়। অনেকটা নিচ দিয়ে উড়ে যাওয়া অতি দ্রুতগতি সম্পন্ন শত্রুপক্ষের অস্ত্রকে ধ্বংস করাই এই ক্ষেপণাস্ত্রের কাজ। আর তা পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সঠিক লক্ষ্যে আঘাত হানতে পেরেছে এই নতুন তৈরি ক্ষেপণাস্ত্রটি।
ছোট পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিজের কাজে কিন্তু তার দক্ষতার প্রমাণ দেওয়ার পর কার্যত দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে তা আরও অনেকটা নিশ্চয়তার কাজ করল। নৌসেনার এই শক্তিবৃদ্ধিতে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি ডিআরডিও-র চেয়ারম্যানও এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা দলকে অভিনন্দন জানিয়েছেন।
দেশের অস্ত্রভান্ডারে নানা পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে শত্রুপক্ষের যে কোনও ধরনের আক্রমণকে প্রতিহত করার ব্যবস্থা তৈরি রাখছে প্রতিরক্ষামন্ত্রক। সেই তালিকায় নতুন এই সংযোজন দেশের নৌসেনার ভরসা অনেকটা বাড়িয়ে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা