পারমাণবিক ডুবোজাহাজ থেকে ছুটল ক্ষেপণাস্ত্র, অনেকটা বাড়ল নৌসেনার শক্তি
একটি পরীক্ষা এবং তার সাফল্য কার্যত ভারতীয় নৌসেনার মুকুটে নতুন পালক যোগ করে দিল। পারমাণবিক ডুবোজাহাজ জানিয়ে দিল সেও পারে।
ভারতের ৩ দিকে জল, একদিকে হিমালয়। ৩ দিকে জলভাগ থাকায় ভারতীয় নৌসেনার প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বড় ভূমিকা থেকেই যায়। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরবসাগর, এই ৩ জলভাগ থেকে যে কোনও আক্রমণ ঠেকাতে ভারতীয় নৌসেনার ঝুলিতে এখন যুক্ত হয়েছে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ডুবোজাহাজ।
আপাতত ২টি এমন ডুবোজাহাজ রয়েছে তাদের ঝুলিতে। আরও ১টি যুক্ত হওয়ার অপেক্ষায়। যে ২টি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ডুবোজাহাজ জলের তলায় ঘুরছে তাদের নাম আইএনএস অরিঘাত এবং আইএনএস অরিহন্ত।
এই অরিঘাত এবার তার ক্ষমতা বুঝিয়ে দিল। অরিঘাত থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল পরীক্ষামূলক ভাবে। যার রেঞ্জ ছিল সাড়ে ৩ হাজার কিলোমিটার। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র কিন্তু পরীক্ষায় দারুণভাবে সফল হয়।
কে-৪ নামে এই ক্ষেপণাস্ত্র অরিঘাত থেকে উড়ে গিয়ে সঠিক নিশানায় পৌঁছে যায়। ভারতীয় নৌসেনার ঝুলিতে পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত হওয়াটা অবশ্যই একটা বড় প্রাপ্তি ছিল।
গত অগাস্ট মাসেই অরিঘাত বিশাখাপত্তনমে তৈরির পর নৌসেনায় যোগ দেয়। পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত হওয়ায় জলে ভারতের শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। এখন তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতাও পরীক্ষা হয়ে গেল।
অবশ্যই এটা ভারতীয়দের কাছে গর্বের। দেশের প্রতিরক্ষা ক্ষমতা যত মজবুত হবে ততই দেশ সুরক্ষিত। নৌসেনার এই নয়া শক্তিবৃদ্ধি সেই বার্তাই আরও একবার দিয়ে গেল।