National

প্রত্যাঘাতের মহড়া, শত্রুদের হুঁশিয়ার করতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বার্তা দিল ভারত

আরবসাগর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ভারতীয় নৌসেনা। যে কোনও সময়, যে কোনও দিন শত্রুপক্ষের যে কোনও হানার জন্য কতটা তৈরি তা দেখিয়ে দিল ভারত।

ভারত তৈরি। যে কোনও দিন যে কোনও বহিঃশত্রুর হানা প্রতিহত করতে তৈরি তারা। যা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতীয় নৌসেনা। আরবসাগরের ওপর ভারতীয় নৌসেনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া অবশ্যই এক কড়া বার্তা।

পহেলগামে যেভাবে পাক মদতপুষ্ট হানা হয়েছে তারপর এই বার্তা অবশ্যই প্রাসঙ্গিক। ভারতের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করলে যে ভারত তার চরম পাল্টা জবাব দেবে তা এদিন আরও ভাল করে বুঝিয়ে দিল নৌসেনা।


এদিন আরবসাগরে ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া হয়। যা সম্পূর্ণ সফল বলেই জানা গেছে। এই মহড়ার ছবিও প্রকাশ হয়েছে।

আরবসাগরের ওপর আইএনএস সুরাট থেকে এই মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সিদ্ধহস্ত।


প্রসঙ্গত পাকিস্তান পহেলগামের মর্মান্তিক ঘটনার পরও সীমান্তে তাদের গোলাগুলি চালিয়ে যাচ্ছে। একেবারে নিয়ম ভেঙে পাক সেনা এপ্রিলের ২৬ ও ২৭ তারিখ তুতমারি গলি ও রামপুর সেক্টরে এলওসি-র ওপার থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করেছে।

ভারতীয় সেনাও হাত গুটিয়ে বসে থাকেনি। তারাও এই বিনা প্ররোচনায় ভারতের দিকে গুলিবর্ষণের যোগ্য জবাব দেয়। একদিকে ভারতীয় স্থল সেনাবাহিনী যেমন পাকিস্তানের যে কোনও কু-অভিসন্ধি বানচাল করে দিতে তৈরি, তেমনই আরবসাগরে নিজেদের পুরোপুরি তৈরি রেখেছে ভারতীয় নৌসেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button