পাম্পোরে অপারেশন শেষ। ২ জঙ্গির দেহ তাঁরা উদ্ধার করেছেন। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ৫৮ ঘণ্টা সেনা-জঙ্গি লড়াইয়ের শেষে এমনই জানালেন ভারতীয় সেনা আধিকারিকরা। তবে তাঁরা স্বীকার করে নিয়েছেন এই অপারেশন সহজ ছিলনা। ইডিআই সরকারি ভবনে ৬০টি ঘর রয়েছে। সব ঘরের সঙ্গে রয়েছে লাগোয়া বাথরুম। সেই হিসাবে ১২০টি ঘর হল। সাততলা বাড়ির ১২০টি ঘরের যে কোনও জায়গায় লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা। তাই অতি সন্তর্পণে গোটা অপারেশন চালাতে হয়েছে। প্রতিটি পদক্ষেপ করতে হয়েছে সবদিক বিবেচনা করে। তাই সময় কিছুটা লেগেছে। তবে সবশেষে সফল অপারেশন। জঙ্গিমুক্ত ইডিআই। গত সোমবার সকাল ৬টা নাগাদ সরকারি এই ভবনে ঢুকে পড়ে জঙ্গিরা। সেনাবাহিনী বাড়িটি ঘিরে ফেলে। শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। জঙ্গিদের ছোঁড়া গুলিতে ২ সেনা জওয়ান আহত হন। এতক্ষণ লড়াই দেওয়ার মত রসদ এই বাড়ির উপর তলায় থাকা ক্যান্টিনের মজুত খাবার থেকে সংগ্রহ করে জঙ্গিরা। এদিকে তড়িঘড়ি করে কিছু করতে গেলে অবস্থা আরও ভয়ানক আকার নিতে পারত। তাই ধীরে কিন্তু সবদিক বুঝে এই অপারেশনকে সফল করে সেনা।