
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের সীমান্তপার থেকে গুলিবর্ষণ শুরু করল পাক সেনা। এদিন জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় পাক সেনা লাগাতার গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছে ভারতীয় সেনা। পাক সেনা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা জবাব দেয় ভারত। বরিবার ভোর সাড়ে চারটে থেকে পাক সেনা আচমকাই পুঞ্চের শাহপুর এলাকা লক্ষ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। কিছুদিন আগেই ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত জানান ভারত ও পাকিস্তানের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। তারপরই এদিন ফের সীমান্তপার থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করল পাক সেনা।