শনিবারও লাইন অফ কন্ট্রোল জুড়ে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ও মর্টার বর্ষণ চালু রাখল পাক সেনা। জম্মু কাশ্মীরের সীমান্ত জুড়ে পাক সেনার এই আক্রমণে সীমান্তবর্তী গ্রামগুলি ফাঁকা হতে শুরু করেছে। অনেকক্ষেত্রে গ্রামবাসীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে সেনাই। কোথাও বা মর্টার হানার আতঙ্কে গ্রামের সাধারণ মানুষ নিজেরাই পরিবার নিয়ে পাড়ি দিচ্ছেন সুরক্ষিত স্থানের খোঁজে। বহু গ্রামেই ঢুকলে পাওয়া যাচ্ছে পাক সেনার ছোঁড়া মর্টারের সেল। কোথাও বা তা গৃহস্থের দেওয়াল ফুঁড়ে আটকে আছে, কোথাও আবার পড়ে আছে বাড়ির দালানে। এদিকে পাকিস্তানের সংঘর্ষ বিরতির জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।
এদিন কুপওয়াড়ার মাছিল সেক্টরে পাক সেনার গুলি বর্ষণের জবাবে দূরপাল্লার অস্ত্র চালানোর সময়ে একটি গোলা আচমকা নীতীন সুভাষ নামে এক জওয়ানের হাতে থাকা অস্ত্রের চেম্বারেই ফেটে যায়। আহত অবস্থায় তাঁর চিকিৎসার সবরকম চেষ্টা হলেও বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।