দক্ষিণ কাশ্মীরের কুলগামের ফ্রেসাল গ্রাম। ওই গ্রামে বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে গ্রাম ঘিরে ফেলে ভারতীয়ে সেনা। যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেই বাড়িটির দিকে এগোতেই শুরু হয় সেনাকে লক্ষ করে গুলিবর্ষণ। পাল্টা গুলি চালায় সেনা। শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণের এই গুলিযুদ্ধে অবশেষে মৃত্যু হয় ৪ হিজবুল মুজাহিদিন জঙ্গির। যদিও জঙ্গিদের গুলিতে শহিদ হন ২ ভারতীয় জওয়ান ও এক গ্রামবাসী।
উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই জঙ্গি অনুপ্রবেশে সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, কাশ্মীরে এভাবে পরপর জঙ্গি হামলার পিছনে ইসলামাবাদের মদতের সুস্পষ্ট প্রমাণ তাঁদের হাতে আছে।