
৩ জঙ্গিকে গুলি করে মারল ভারতীয় সেনা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার দোবান জঙ্গলে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দোবান জঙ্গল ঘিরে ফেলে ভারতীয় সেনার ১৮ রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানরা। জঙ্গিরা জঙ্গলের যেখানে লুকিয়ে ছিল সেই এলাকা ক্রমশ ঘিরতে শুরু করে তারা। বেগতিক বুঝে ভারতীয় সেনার ওপর গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। এই গুলি যুদ্ধ বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। অবশেষে ৩ জঙ্গিকেই খতম করতে সমর্থ হয় সেনা। তাদের কাছ থেকে একে-৪৭ সহ বেশ কিছু যুদ্ধাস্ত্র পাওয়া গেছে বলে সেনার তরফে জানান হয়েছে।