National

সুখোইয়ের ২ পাইলটকে মৃত ঘোষণা করল বায়ুসেনা

চিন সীমান্তের কাছে ঘন জঙ্গলে ভেঙে পড়া ভারতীয় যুদ্ধবিমান সুখোই-৩০-তে সওয়ার ২ পাইলট শেষ মুহুর্তে বার হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ২ জনে এতটাই জখম অবস্থায় ছিলেন যে তাঁরা বিমান থেকে শেষ মুহুর্তে বেরিয়ে আসতে সক্ষম হননি। ভারতীয় বায়ুসেনার তরফে এমনই দাবি করা হয়েছে। সেইসঙ্গে ২ পাইলট, স্কোয়াড্রন লিডার ডি পঙ্কজ ও ফ্লাইট লেফটেন্যান্ট এস আচুদেব-কে মৃত বলে ঘোষণা করেছে বায়ুসেনা। জেট ফ্লাইট ডাটা রেকর্ডার ও অন্যান্য বেশ কিছু জিনিস উদ্ধার হওয়ার পর তা পরীক্ষা করে এমনই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞেরা। গত সপ্তাহে অসমের তেজপুর বিমানঘাঁটি থেকে রুটিন মহড়ায় আকাশে ওঠে সুখোই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চিন সীমান্তের কাছে অরুণাচলের দৌলাসাং এলাকায় বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুরু হয় খোঁজ। ৩ দিন পর তেজপুর থেকে ৬০ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে সুখোইয়ের ভাঙা অংশ দেখতে পাওয়া যায় আকাশপথে তল্লাশি চালানো বায়ুসেনার হেলিকপ্টার থেকে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button