সন্দেহ হওয়ায় গাড়ি আটকাতেই বিপত্তি। গত রাতে মং জেলার লাপ্পায় টহল দিচ্ছিলেন অসম রাইফেলসের জওয়ানরা। রাতের অন্ধকারে একটি গাড়ি দেখে সন্দেহ হওয়ায় সেটিকে দাঁড় করান তাঁরা। তখনই কিছু বুঝে ওঠার আগেই সেনা জওয়ানদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোঁড়ে গাড়িতে থাকা আরোহীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা আধিকারিকের। কয়েকজন জওয়ান আহতও হন। দ্রুত গাড়ি লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়ে সেনা। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। সেনার তরফে ঘোষণা করা হয় গুলির লড়াইয়ে ৩ জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। এরা প্রত্যেকেই ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড সংগঠনের সদস্য।