বিকেল পৌনে ৬টা। শ্রীনগরের পান্থ চক এলাকা। শ্রীনগর-জম্মু হাইওয়ের ওপর টহলরত একটি আধাসেনা সিআরপিএফের জিপের ওপর হামলা চালায় ২ বাইক আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিদের হাতে একে-৪৭ রাইফেল ছিল। আচমকাই জিপ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ২ জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের। তাঁর পাশে বসা জিপের চালক গুলিতে আহত হন। তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা। ঘটনার পরই জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি।
সিআরপিএফের তরফে এই ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের খুঁজে বার করা হবে বলে আশ্বস্ত করেছেন সিআরপিএফ-এর এডিজি এসএন শ্রীবাস্তব।