National

জঙ্গি ডেরায় এসওজি হানা, মৃত হিজবুল কমান্ডার সহ ৩ জঙ্গি, শহিদ ২ জওয়ান

কাশ্মীরের সোপিয়ানে ভারতের স্পেশাল অপারেশন গ্রুপের হানায় মৃত্যু হল ৩ হিজবুল জঙ্গির। যারমধ্যে একজন হিজবুল মুজাহিদিনের অপারেশনস কমান্ডার ইয়াসিন ইট্টু ওরফে গজনভি।

সোপিয়ানের আবনিরা গ্রামে লুকিয়ে আছে জঙ্গিরা। গোপনে এই খবর পেয়ে শনিবার গভীর রাতে গ্রামে ঢোকে এসওজি। ঘিরে ফেলে জঙ্গিদের গোপন ডেরা। আঁচ পেয়ে আচমকাই গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। রাতের অন্ধকারে সেই গুলিবর্ষণে আহত হন ৫ জওয়ান। তারমধ্যে ২ জওয়ান সেপাই পি ইলিয়ারাজা ও সেপাই সুমেধ ওয়ামানের হাসপাতালে মৃত্যু হয়।


এই অবস্থায় ডেরা ঘিরে রাখলেও আক্রমণের ঝুঁকি নেয়নি এসওজি। রবিবার ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয় পাল্টা হানা। এসওজির লাগাতার গুলিবর্ষণের মুখে পাল্টা গুলি চালালেও তাতে বেশিক্ষণ টিকতে পারেনি জঙ্গিরা। মৃত্যু হয় ৩ জনেরই।

এদিকে এদিন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি দাবি করেন নোট বাতিলের পর কাশ্মীরে জঙ্গিদের অর্থের যোগান একদম বন্ধ হয়ে গেছে। ফলে প্রবল আর্থিক সমস্যায় পড়ে কাশ্মীর ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button