ভারত-মায়ানমার সীমান্তে নাগা জঙ্গিদের একাধিক শিবির গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রায় ৩ ঘণ্টার অপারেশনে ভারতীয় সেনার গুলিতে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন খাপলিং-এর বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে। এক বিবৃতিতে ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর পৌনে পাঁচটা নাগাদ ঘন জঙ্গল ঘেরা এই এলাকায় আচমকাই ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা ভারতীয় সেনা গুলি বর্ষণের পাশাপাশি জঙ্গি ডেরা লক্ষ্য করে অপারেশন শুরু করে। ভারতীয় সেনার একটি দল এই অপারেশন চালায়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা অপারেশনের শেষে জঙ্গিদের বেশ কয়েকটি শিবির গুঁড়িয়ে দেয় তারা। এই অপারেশনে কোনও ভারতীয় জওয়ানের হতাহতের খবর নেই।
এদিকে ঘটনার পর রটে যায় ভারত মায়ানমার ভূখণ্ডে ঢুকে অপারেশন চালিয়েছে। ২০১৫-তে সত্যিই সেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালালেও, এদিন মায়ানমার সীমান্তে ভারতীয় সেনা প্রবেশ করেনি বলে সাফ জানিয়ে দেয় ইস্টার্ন কমান্ড।