শ্রীনগর বিমানবন্দরের কাছে বিএসএফের ক্যাম্পে বড়সড় জঙ্গি হানার ঘটনা ঘটল মঙ্গলবার। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ ক্যাম্পে আচমকা হামলা চালায় জঙ্গিরা। কাছের একটি বাড়ি থেকে লুকিয়ে গুলিবর্ষণ করে তারা। গুলিতে এক আধিকারিক সহ সেনার ২ জওয়ান আহত হন। মৃত্যু হয় ১ বিএসএফ জওয়ানের।
এদিকে ঘটনার পরপরই পাল্টা গুলি চালায় সেনা। জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল সেই বাড়িটি ঘিরে ফেলে তারা। এরপর দীর্ঘক্ষণ দু’পক্ষে গুলি বিনিময় চলে। কাছেই শ্রীনগর বিমানবন্দর থাকায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে বাড়তি একটা চিন্তা ছিলই। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। ১ জন জঙ্গিকে শুরুতেই নিকেশ করা সম্ভব হলেও বাকি ২ জঙ্গি লড়াই চালিয়ে যায়। ১০ ঘণ্টা গুলির লড়াই চলার পর অবশেষে বাকি ২ জঙ্গিকেও খতম করতে সমর্থ হয় সেনা। ঘটনার দায় স্বীকার করেছে পাক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। পুলিশ সূত্রের খবর, জইশ জঙ্গিদের একটি দল ২-৩ মাস আগে কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। এরা সেই দলেরই একটা অংশ।