
ভারতীয় বায়ু সেনার মুকুটে ফের নতুন পালক। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ যুক্ত হল ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে। এদিন বেঙ্গালুরুতে রীতিমত ভারতীয় রীতি মেনে পুজো অর্চনা করে ও নারকেল ফাটিয়ে ‘তেজস’-কে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়। এটিই ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান যা তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছিল ৩৩ বছর আগে। তারপর থেকে রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধবিমানের কিছুকিছু বৈশিষ্ট্য এই বিমানে যুক্ত করেন ভারতীয় ইঞ্জিনিয়াররা। অবশেষে মোদী সরকারের হাত ধরে যুদ্ধবিমানের তালিকায় নাম লেখাল ‘তেজস’। আপাতত ৩৩টি বিমান তুলে দেওয়া হলেও ভারতীয় বায়ুসেনার তরফে জানান হয়েছে চিন ও পাকিস্তানের সঙ্গে এঁটে উঠতে তাদের কমপক্ষে ৪৫টি ‘তেজস’ প্রয়োজন। এই লাইট কমব্যাট এয়ারক্রাফট হাতে পাওয়ায় ভারতীয় বায়ুসেনা অনেকটাই শক্তিশালী হল বলে মনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।